খুলনার রূপসায় লেডি হামলাকারী ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বৈশাখী আক্তার ঝর্ণা (রিমি)। গত ২ এপ্রিল দুপুর ১২ টায় রুপসা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি জানান।
লিখিত বক্তব্যে রিমি বলেন, জীবিকার তাগিদে রূপসা মার্কেটে দীর্ঘদিন ধরে টেইলার্স ও বিউটি পার্লারের কাজ করছেন রিমি। পার্লারে কাজের সুবাদে রূপসা তালিমপুর গ্রামের শারমিন গত ২০ মার্চ রিমির বিউটি পার্লারে এসে চুল রিবল্ডিং করান। এসময় রিমি শারমীনকে ৩ দিনের মধ্যে চুল বাঁধা, শ্যাম্পু, সাবান ও তেল ব্যবহার না করার জন্য নিষেধ করেন। কিন্তু শারমীন কোন নিষেধাজ্ঞা না মেনে চুলে তেল, সাবান ব্যবহার করেন। এরপর শারমীন রিমিকে বলেন, মাথা ব্যাথা করছিল বলে চুলে তেল শ্যাম্পু ব্যবহার করেছি। এরপরও তিনি পুণরায় চুলে রিবল্ডিং করে দেওয়ার কথা বলেন। কিন্তু এ সময় শারমিনের সাথে থাকা তার দুই বোন রিমিকে আচমকা অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এমনকি পার্লার ভাঙচুর করতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে রিমি ট্রিপল নাইনে কল করলে রুপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ি ইনচার্জ নকিব ইকবাল বিউটি পার্লারে এসে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন। এসময় তিনি রিমিকে বলেন, শারমিনকে ২ হাজার টাকা ফেরত দিতে। কিন্তু শারমীন টাকা নিতে অস্বীকৃতি জানায়। এরপর ঐদিন রাত ১২টার দিকে শারমিনসহ আরও কয়েকজন এসে রিমির নিকট ৩ হাজার টাকা ফেরত চাইলে পুনরায় হট্টোগোল সৃষ্টি হয়। তবে রিমি তাদের দাবির ৩ হাজার টাকা শারমিনকে ফেরত দিয়ে দেয়।
পরেরদিন ২৯ মার্চ রাত ১টার দিকে রিমি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তার ছেলে তামিমকে নিয়ে বাড়িতে যাওয়ার সময় রাস্তায় ওৎ পেতে থাকা শারমিন ও সাথীসহ ৫/৬ জন যুবক তাকে এলোপাতাড়ি মারধর করে। এসময় রিমির ব্যাগে থাকা নগদ ৫০ হাজার টাকা, গলার স্বর্ণের চেইন, হাতের স্বর্ণের আংটি জোরপূর্বক সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়।
এ বিষয়ে রিমি রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সন্ত্রাসীরা রিমিকে বিভিন্নভাবে জীবন নাশের হুমকি দিয়ে আসছে। তিনি ও তার পরিবার বর্তমানে নরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি জানান।