খুলনা কেএমপির সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গতকাল শনিবার রাতে বয়রা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার মোটরসাইকেল চোর সোনাডাঙ্গা মডেল থানার বয়রা মহিলা কলেজ মোড়ে মোঃ সাহাবুদ্দিন’র সিহাবুন সাকিব (২২), বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার কচুবুনিয়া এলাকার আবু বক্কর সিদ্দিক’র পুত্র তরিকুল ইসলাম (১৯) এবং বাগেরহাট জেলার বাসাবাটি এলাকার মাসুদ খানের পুত্র জাকারিয়া খান হারিস দেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ২ টি চোরাই মোটরসাইকেল ও চুরি করা মোটরসাইকেল বিক্রয়লব্ধ ২ লক্ষ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১৩, তারিখ-১৫/০৬/২০২৫ ইং ধারা-৩৭৯ পেনাল কোড রুজু করা হয়েছে । পুলিশ জানিয়েছে, চক্রটি খুলনা, যশোর,সাতক্ষীরা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলা ও জনগুরুত্বপূর্ণ এলাকায় মোটরসাইকেল চুরি,ছিনতাই সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে । তবে চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনতে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ বাহিনী ।