১১ সদস্য বিশিষ্ট খুলনা বিভাগের বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। পদাধিকার বলে কমিটির আহবায়ক করা হয়েছে খুলনার বিভাগীয় কমিশনারকে ও সদস্য সচিব হয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক। এ কমিটির সদস্য হয়েছেন যশোরের কৃতি সন্তান জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক মাসুদুর রহমান টনি। বর্তমানে তিনি যশোর শামস্-উল-হুদা একাডেমীর উপপরিচালকের (ট্রেনিং) দায়িত্বে আছেন। এছাড়া এডহক কমিটির সদস্য হয়েছেন সাতক্ষীরা কৃতি সন্তান মোহাম্মদ ইমাদুল হক খান। মোহাম্মদ ইমাদুল হক খান জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং যশোর শামস্-উল-হুদা ফুটবল একাডেমীর প্রশিক্ষক। জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব (এনডিসি) আমিনুল ইসলাম সাক্ষরিত এক পরিপত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়।