মুন্সিগঞ্জের গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম নাসির উদ্দিন সিকদার,অভিভাবক সদস্য আলাউদ্দিন চিফ ইন্সট্রাক্টর জেসমিন সুলতানা, শরীফ হোসেন,ইমরান,কামরুল হাসান,জাহাঙ্গীর হোসেন নূরে আলম সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।বক্তারা বলেন, নতুন প্রজন্মকে মেধা, মনন ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের আহ্বান জানানো হয়।