মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ ৩টি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময়, এসব কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয় এবং বিপুল পরিমাণ সরকারি গ্যাস চুরির ঘটনা সামনে আসে।রবিবার (২০ জুলাই) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গজারিয়ার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া পাখির মোড়, চর বাউশিয়া পশ্চিমকান্দি এবং টেংগারচর ইউনিয়নের ভাটেরচর নতুন রাস্তা এলাকায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। অভিযানে ধরা পড়ে, এই তিনটি অবৈধ কারখানা প্রতিদিন প্রায় ৩ লাখ ৯১ হাজার ৪৫০ টাকার সরকারি গ্যাস ব্যবহার করছে।তিতাস গ্যাস কর্তৃপক্ষের মতে, এই অবৈধ কার্যক্রম সরকারের জন্য ব্যাপক আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযানে উপস্থিত ছিলো তিতাস গ্যাসের কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা, যারা গ্যাস চুরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত।এছাড়া, এসব কারখানার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।এটি একদিকে যেমন অবৈধ গ্যাস চুরির বিরুদ্ধে বড় পদক্ষেপ, অন্যদিকে সরকারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যও একটি গুরুত্বপূর্ণ অভিযান।