উক্ত বৈঠকে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইসলামিক স্কলার মাদ্রাসাতুর রশিদ আল ইসলামিয়ার পরিচালক এসটিভি ও এটিএন বাংলার ধর্মীয় আলোচক শায়েখ তারেক মাহমুদ সেনবাগী (সেনবাগ হুজুর)সাহেব। উক্ত ইসলামী বৈঠকে তিনি কয়েকটা বিষয়ের আলোচনা করেন। এর মধ্যে একটি হচ্ছে রজব মাসের দোয়া। তিনি বলেন..রজব মাস হিজরি বছরের সপ্তম মাস। এর দুই মাস পরই রমজান মাস শুরু হয়। তাই এই মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি নেওয়া শুরু করা সুন্নত। রাসুল (সা.) রজব মাস শুরু হলে রজব ও শাবান মাসের বরকত এবং রমজান মাস পর্যন্ত পৌঁছার জন্য দোয়া করতেন। দোয়াটি হলো :اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَউচ্চারণ : আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান, ওয়া বাল্লিগনা রমাদান।অর্থ : ‘হে আল্লাহ, আমাদের রজব ও শাবান মাসে বরকত দিন এবং রমজানে পৌঁছে দিন।’হাদিসের মধ্যে আছে : আনাস (রা.) বলেন, রাসুল (সা.) রজব মাস শুরু হলে এই দোয়া পড়তেন। (আল মুজামুল আওসাত, হাদিস : ৩৯৩৯; বাইহাকি, হাদিস : ৩৫৩৪) তাই আমাদের উচিত এই আমলে নিজেকে জড়িত রাখা। উক্ত বৈঠকে তিনি আরো অন্যান্য বিষয়ে আলোচনা করেন। সে সময় উপস্থিত ছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম ও আমজনতা।