গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন, নৃশংস হত্যাযজ্ঞ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি) প্রশাসন। একই সঙ্গে হামলা বন্ধে ইসরাইলকে আন্তর্জাতিক চাপের মুখে ফেলতে বিশ্ব সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
রবিবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আগামীকাল ৭ এপ্রিল ২০২৫, সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।
এছাড়াও গাজার মানুষের প্রতি একাত্মতা প্রকাশ এবং ইসরাইলি বর্বরতার প্রতিবাদে একই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীদের উপস্থিত থাকার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক শিক্ষার্থী ও শিক্ষক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে সংহতি প্রকাশ করেছেন।