বাংলাদেশ জাতীয়তাবাদী ছাএদল গাজা ও রাফার ইসরায়েলের বর্বরচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আগামী ০৭ এপ্রিল বিশ্বব্যাপি ” The World Stops For Gaza ” কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ কটেছে। বাংলাদেশের ছাএদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এক বিবৃতিতে গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। নেতৃদ্বয় আরো বলেন, এমন ভয়ঙ্কর বর্বরতার নিন্দা ভাষায় প্রকাশ করা সম্ভাব নয়। ইসরায়েলের বর্বরতা সও্বে ও বিশ্ববাসীর নির্লিপ্ত আচরণ ততোধিক অমানবিক। এরই প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদ ছাএদল গাজা ও রাফার ইসরায়েলের গণহত্যা প্রতিবাদে আগামী ০৮ এপ্রিল ২৫, মঙ্গলবার সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। নেতৃদ্বয় ইসরায়েলের মানবতাবিরোধী আগ্রাসনের প্রতিবাদে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ কারার জন্য দেশের আপামর ছাএ-জনতাকে অনুরোধ জানিয়েছেন