গাজীপুরের প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জরিত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের আইনে বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সাংবাদিকরা।
আজ শনিবার (৯ আগস্ট) শ্রীপুর প্রেসক্লাবের আয়োজনে শ্রীপুর থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রীপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।
এসময় বক্তারা দাবি করেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা কুপিয়ে হত্যা করছে তাদের যেন দ্রুত বিচার দুটো বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার সম্পন্ন হয়।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুল হাসান হান্নান (বনিকবার্তার) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস ছালাম রানা (৭১ টেলিভিশন) এর পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল লতিফ (আমাদের সময়) শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম (গণমুখ), মোতাহার খান (জি টিভি), প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাতুল মণ্ডল (আজকের পত্রিকা), আরিফুল ইসলাম খান(এশিয়ান টেলিভিশন), প্রেসক্লাবে সাবেক সাংগঠনিক সম্পাদক সোলাইমান মোহাম্মদ (রূপালি বাংলাদেশ), শ্রীপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইজাজ আহমেদ মিলন (সমকাল)।
এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুর রব রুবেল (এনটিভি), আব্দুল আজিজ, সাইফুল আলম সুমন, আদনান মামুম, আবু সাঈদ, কবির সরকার, জুনায়েদ আকন্দ, আরিফ মন্ডল, সজীব খান,কাওসার আহমেদ, সুমন গাজী, আশরাফুল ইসলাম সরকার, আনোয়ার হোসেন,রমজান আলী রুবেল, ইসলাম রুবেল, মুনসুর আহমেদ, আব্দুল কাদির সহ শ্রীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী।