শ্রীপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, শ্রমিকলীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ।
৩০/০৭/২০২৫ইং দুপুরের দিকে তাদেরকে আদালতে পাঠানো হয়। এরআগে, সোমবার গভীর রাতে পৌর এলাকার ৪নং ওয়ার্ড ভাংনাহাটি ও ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন- পৌর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে মজিবুর রহমান, একই গ্রামের নুরুজ্জামান মাস্টার ওরফে চাঁনু মাস্টারের ছেলে ও পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল কিস এবং পৌর এলাকার ৫নং ওয়ার্ডের বাসিন্দা ও পৌর আওয়ামী লীগ নেতা মফিজুল ইসলাম মফিজ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, নাশকতার সংশ্লিষ্টতা থাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ এর শ্রমিকলীগ ও যুবলীগের ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়। নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’