২৪/০৪/২০২৫ ইং রোজ বৃহস্পতিবার রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া গ্রামের জজ মিয়ার বাড়ী থেকে মনির হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মনির হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পুখুরিয়া গ্রামের রিপন মিয়ার ছেলে। সে স্থানীয় জজ মিয়ার বাসায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন। অপরদিকে সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে গভীর বন থেকে মৃদুল সরকার (২৯) নামে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃদুল সরকর রাজাবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের সন্তোষ সরকারের ছেলে। বিষটি নিশ্চিত করেন-শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জয়নাল আবেদীন মন্ডল জানান,উপজেলার পৃথক স্থান থেকে দুটি ঝুলন্ত লাশ উদ্ধার করা করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুজনই পারিবারিক কলহের কারনে আত্মহত্যা করেছে বলে জানাযায়।