গত ৭ই আগষ্ট গাজীপুরে “দৈনিক প্রতিদিনের কাগজ” পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কেন্দ্রীয় মানববন্ধন কর্মসূচির অংশ হিসাবে আজ ৯ই আগষ্ট শনিবার মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের ব্যানারে মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ আওয়াল মিছবা। সাধারণ সম্পাদক আল আমিন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন
প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুস মিয়া,উপদেষ্টা রমা পদ চক্রবর্তী প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সিনিয়র শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, হেফাজতে ইসলামের নেতা নুরুজ্জামান তালুকদার, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা ফয়সাল আহমদ জিহাদী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাদির,যুগ্ন সাধারণ সম্পাদক সুরঞ্জন তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান কবির,প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক,কোষাধক্ষ্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোসাব্বির ,সাংবাদিক সাইদুর রহমান জিয়া। বক্তারা বলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে এবং জাতির বিবেক সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।