সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ বাজার থেকে কোনাচর বাজারের গাড়ি ভারা ২০ টাকা থেকে ১০ টাকা দাবি তে এক মত বিনিময় সভা করা হয়। উক্ত সভায় সভাপিত হিসেবে উপস্থিত ছিলেন জনাব জিয়াউল ইসলাম জিতু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার ৪ নং লক্ষীপাসা ইউনিয়নের ৩ নং ওয়াডের সুনাম ধন্য মেম্বার জনাব জামিল আহমেদ।
উক্ত সভায় সাধারণ জনগণ বলেন ২০ কিলোমিটার জায়গার ভারা ২৫ টাকা। কিন্তু হেতিমগঞ্জ বাজার থেকে কোনাচর বাজার হলো ৪ কিলোমিটার, ভারা ২০ টাকা । এটা কে সাধারণ জনগণ অযৌক্তিক মনে করেন।এবং তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ভারা বেশি হওয়ার কারণে এলাকার কৃষক থেকে ইস্কুল কলেজের ছাএছাত্রী দের অনেক ভুগান্তির মধ্যে পড়তে হয়।উক্ত মত বিনিময় সভা শেষে একটা কমিটির গঠন করা হয়।