আজ বুধবার (১৬জুলাই) দুপুরে আড়াইটার দিকে গোপালগঞ্জের পৌরপার্ক এলাকায় এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় পুরো চৌরঙ্গী মোড় রণক্ষেত্র পরিনত হয়।পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জের জনা প্রশাসক মোঃ কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেছেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে সেনাবাহিনী,পুলিশ র্যাব মোতায়েন রয়েছে। পাশাপাশি মোতায়েন করা হয়েছে ৪প্লাটুন বিজিবিও।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ছাত্রলীগ ও নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা দুই পাশ থেকে গাড়িবহরে ইট-পাটকেল ছুঁড়ে হামলা চালায়। সেনাবাহিনী প্রথমেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের প্রতিহত করার চেষ্টা করে।পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি,টিয়ারশেল,রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ঘটনায় অন্তত ৪জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। উত্তম চক্রবর্তী দৈনিক দেশ বুলেটিন ইটনা উপজেলা (প্রতিনিধি) কিশোরগঞ্জ