গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সিঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আন্দারকোঠা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় সরকারি জমি ফাঁকা থাকার পরও ব্যক্তি মালিকানাধীন জায়গায় জোরপূর্বক রাস্তা নির্মানের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় এক কন্ট্রাক্টর আলম মিয়া কোনো ধরনের নিয়মনীতির পরোয়া না করে সংখ্যালঘু সম্প্রদায়ের মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মানের কাজ চালিয়ে যাচ্ছেন। জায়গার প্রকৃত মালিক কাজে বাধা দিলে কন্ট্রাক্টর আলম মিয়া তাদের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যান।
ভুক্তভোগীরা কাশিয়ানী উপজেলার ইউএনও বরাবর অভিযোগ করেছেন। একই সঙ্গে রামদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জের কাছেও আইনি সহায়তা চেয়ে আবেদন করেছেন বলে জানান তারা।
ভুক্তভোগীরা আরো জানান, শুধুমাত্র জমি দখলই নয় কন্ট্রাক্টর আলম মিয়া জোরপূর্বক লাগানো গাছ কেটে ফেলেছেন এবং ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা ভরাট করেছেন।
সরকারি জমি ফাঁকা থাকা সত্তেও সংখ্যালঘু মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মান, হুমকি ও অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানিয়েছেন।