টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ১০ ডিসেম্বর ঘাটাইল হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঘাটাইল উপজেলা কমান্ডের আহবায়ক কমিটির উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ মাহবুবুল চাঁন মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান, ঘাটাইল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন এবং সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শাহনেওয়াজ প্রমুখ।
বক্তারা দিবসটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান