ভবন করার সময় রাস্তার জায়গা রাখা হয়নি। পাশে আরেকটি ভবন করা হয়েছে যার নিচে একরকম, উপরে অন্যরকম। এমনভাবে করা হয়েছে যেন পাশের আরেকটি ভবনের সাথে লেগে যায়। তিনতলা ওই ভবনের পাশের আরেকটি ভবনের মাঝে ৬ ইঞ্চি গ্যাপ (ফাঁকা) ছিল আগে। এখন সেই গ্যাপটা আর নেই।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয় চাকমা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমরা ভবনের ভেতরে গিয়েছি। এখানে কোন ফাটল দেখতে পায়নি। তবে ভবনটির পাশে গয়নারছড়া খাল খননের কাজ চলছিল। তাতে ভবনটির নিচের মাটি সরে যেতে পারে।
আজ মংগলবার নগরীর পাহাড়তলীর সরাইপাড়াই তিন তলা ভবনটি হেলে পড়ার ঘটনাটি ঘটে।