গত ২৬/১২/২০২৩ তারিখে আনুমানিক সন্দ্যা ৮টার দিকে বান্দরবান ১নং ওয়ার্ড পশ্চিম বালাঘাটা জামে মসজিদের পাশেই চলাচলের রাস্তাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।
এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদে জানা যায় পশ্চিম বালাঘাটা জামে মসজিদের পাশে গাছের মিল (সমিল) এর মালিক নূর হোসেন একটি গাছের গাড়ি চলাচলের রাস্তায় রাখেন,মোহাম্মদ আবুল হোসেন প্রকাশ-বাইট্টা মিস্ত্রি নামক পথচারী উক্ত গাড়িটি সরাতে বললে একপর্যায়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির মধ্যে মোঃআবুল হোসেন প্রকাশ বাইট্রা মিস্ত্রি নুর হোসেনকে এলোপাতাড়ি কিল ঘুসি দিলে নুর হোসেন একপর্যায়ে মাঠিতে লুটিয়ে পড়েন, মিলের হেলপার মোঃরিমন ও মোঃ দেলোয়ার বাঁধা দিলে তাদের কে মোঃ আবুল হোসেন এর দুই ছেলে ১/মোঃ বোরহান উদ্দিন ২/লোকমান গাছের লাঠি দিয়ে স্বজোরে আঘাত করে।
একপর্যায়ে তাহাদের উদ্ধার করে এলাকাবাসী সদর হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজকনকে ভর্তি করেন। একজনের অবস্থা আশংকাজনক হওয়াতে তাকে চট্টগ্রাম মেডিকেলে রেফারেন্স করলেও তিনি আপাতত বান্দরবান সদর হসপিটাল এ ভর্তি আছেন । এলাকাবাসীকে জিজ্ঞেসা করলে জানা যায় চলাচলের রাস্তাটি কোন সরকারি নয়, এটি একটি পারিবারিক রাস্তা। জনগণের চলাচলের সুবিধার্থে প্রফুল্ল কুমার নাথ রাস্তাটি অবমুক্ত করে দেন। রাস্তাটি পার্শ্ববর্তী লোক চলাচল করলেও মূলত প্রফুল্ল কুমার নাথের পরিবার ছাড়া কেউ দাবি করতে পারে না। এইটি প্রফুল্ল কুমার নাথের পারিবারিক রাস্তা।
এলাকাবাসীদের জিজ্ঞেস করলে জানা যায় অনেকদিন ধরে আবুল হোসেন প্রকাশ বাইট্রা মিস্ত্রি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। এই সন্ত্রাসী কর্মকান্ডের জন্য বান্দরবান সদর থানায় মোহাম্মদ আবুল হোসেনও তার ছেলেদের জন্য মামলা প্রক্রিয়া দিন রয়েছে। এলাকাবাসী জানায় আসলে রাস্তাটি প্রফুল্ল কুমার নাথের পরিবার ছাড়া আর কেউ চলাচলের বাধা দিতে পারবে না।।