1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিএনপিপন্থী শিক্ষকের পদত্যাগ” সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে পবিপ্রবি প্রশাসন 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সিইসি,এ এম এম নাসির উদ্দীন সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন গাজীপুরের প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্রীপুর প্রেসক্লাবের মানববন্ধন শিবগঞ্জে স্বামীকে বেঁ’ধে রেখে স্ত্রীকে গণ’ধ’র্ষ’ণ গ্রে’প্তার ২ লোকায়ন যাদুঘর চারা গাছ রোপণ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশ: ফেব্রুয়ারির নির্বাচনই হবে প্রথম বড় পরীক্ষা ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলা, অপহরণের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

চাঁদাবাজি মামলায় পিরোজপুর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সাবেক আহবায়ক মারুফ পোদ্দার যৌথ বাহিনীর হাতে গ্রেফতার

কামরুল আহসান (সোহাগ)
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে
চাঁদাবাজি মামলায় পিরোজপুর জেলা যুবদলের সদ্য বহিষ্কৃত সাবেক আহবায়ক মো. মারুফ পোদ্দার (৪৮) যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। মারুফ পোদ্দার পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড নামাযপুর এলাকার মৃত. রুস্তম আলী পোদ্দারের ছেলে। তিনি সাবেক ছাত্রদল নেতা ও জেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিগত ২০২৪ সালের ১০ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও একাধিক অভিযোগে যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে জেলা যুবদলের আহবায়ক পদ থেকে বহিষ্কার করেন।
শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টায় পিরোজপুর জেলা শহরের ক্লাব রোডে পারিবারিক মালিকানাধীন বিলাস হোটেল থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেফতার করেন। এর আগে বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তার নামে চাঁদাবাজি মামলা রুজু করা হয়। মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম।
মামলা সূত্রে জানা যায়, পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হোরের হাওলা ভবনের মালিক ইট,বালু ব্যবসায়ী জুয়েল শেখ বাদী হয়ে মারুফ পোদ্দারসহ নাম উল্লেখিত ০৩ জন এবং অজ্ঞতা নামা ২/৩ জনকে আসামি করে একটি চাঁদাবাজি ও মারধরের মামলা দায়ের করেন। মামলার নামীয় অন্য দুই আসামীরা হলেন নামাজপুর ওয়ার্ডের মোশারফ মোল্লার ছেলে মিরন মোল্লা (৫০) ও একই এলাকার হাসেম মুন্সির ছেলে মিলন মুন্সি (৫০)।
মামলার বাদি জুয়েল শেখ এজাহারে উল্লেখ করেন, পিরোজপুর বলেশ্বর ব্রিজ সংলগ্ন মেসার্স রুমু এন্টার প্রাইজ নামক একটি ইট, বালুর ব্যবসা করে আসছেন। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমানে বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন। ২০২৪ সালে সরকার পরিবর্তনের পর মারুফ পোদ্দার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে বিভিন্ন লোক ও প্রতিষ্ঠানের নিকট চাঁদা দাবি করে আসছেন। তারই অংশ হিসেবে কিছুদিন আগে মারুফ পোদ্দার আমার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নগদ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ও প্রতি মাসে ১ লাখ টাকা করে তাকে ও তার সহযোগীদের দিতে হবে না দিলে তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিবে বলে হুমকি প্রদান করে।
আমিও আমার ব্যবসায়ীক পার্টনার সাক্ষী রিপন আসামী ও তার সহযোগীদের প্রস্তাবে রাজি না হলে আমাকে মারধরসহ মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি আমি বিএনপির সিনিয়র নেতা ও স্থানীয় গণ্যমান্যদের জানালে এতে মারুফ ও তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়। গত ৫ আগস্ট দুপুর ০১টার দিকে আসামী মারুফ,মিলন, মিরন সহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন এসে চাইনিজ কুরাল, দা, লাঠি, হটস্টিক দিয়ে আমাকে পেটাতে শুরু করে। আমার ব্যবসায়িক পাটনারp রিপন আমাকে বাঁচাতে গেলে তাকেও মারতে শুরু করে। এলাকাবাসী এগিয়ে এলে আসামিরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
এ বিষয়ে পিরোজপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম জানান, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক মারুফ পোদ্দারকে চাঁদাবাজির মামলায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল শহরের বিলাস হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে সদর থানায় নিয়ে আসা হয়েছে, আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com