চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগরে জলবদ্ধতা নিরসনে জামায়াত বিএনপি যৌথভাবে ড্রেন করে পানি নিষ্কাশনের উদ্যোগ গ্রহণ করেছে।
১৭ জুলাই বৃহস্পতিবার ইউনিয়ন জামায়তের আমি মোঃ মুজতাহিদুল ইসলাম ও বিএনপি নেতা হারুনর রশিদের নেতৃত্বে শতাধিক পরিবারকে জলবদ্ধতার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এই জলবদ্ধতা নিরসনে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন জামায়াতে ইসলামী ও স্থানীয় বিএনপি ও ধাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একটি প্রজেক্টের মাধ্যমে এই কাজের উদ্বোধন করে জামায়তের আমির বলেন, এভাবে আমরা যদি ছোটখাটো কাজগুলোকে দল মত নির্বিশেষে মিলেমিশে করতে পারি তাহলে এই বাংলাদেশের উন্নয়নে উদাহরণ হয়ে থাকতে পারবো ইনশাল্লাহ।
বিএনপি নেতা হারুন বলেন, আমরা কথার ঝুড়ি দিয়ে তর্ক বিতর্কে না গিয়ে যদি এভাবে কাজ করি সেটাই হবে রাজনীতি। জলবদ্ধতা নিষ্কাশন প্রকল্প উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন বিএনপি ধাইনগর শাখার সেক্রেটারি প্রিন্স মাহমুদ ও জামায়তে ইসলামের নেতা শাহাদাত হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।