1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়া শিবগঞ্জ মোকামতলায় ৮ কেজি গাজাঁসহ ২ গাজাঁ ব্যবসায়ী গ্রেফতার গাজীপুরের কা‌শিমপুরে দুর্গা পূজার প্রতীমা ভাংচু‌র করল দুর্বৃত্তরা কালীগঞ্জ উপজেলা প্রশাসনের ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ যে সীমান্তে প্রাণ গেছে ফেলানীর সেই সীমান্তে অতন্দ্র প্রহরীর চাকরি পেলেন তার ছোটভাই প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র অপহরণের ঘটনায় দুই আসামিকে দুইদিনের রিমান্ড মঞ্জুর সুনামগঞ্জ পৌর শহরের উকিল পাড়া সড়কের বেহাল দশা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে মদ তৈরির উপকরণ উদ্ধার ভূরুঙ্গামারীতে ছাত্রলীগের সাবেক নেতা ও সহকারী শিক্ষক নিয়ামুল আরিফ গ্রেফতার নিয়ামতপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকীতে স্কুলপথে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো

চাকরি স্থায়ীকরণ না হলে আত্মহত্যার হুমকি

কবির আহাম্মেদ পাভেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

গত ১৫ জানুয়ারি থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে লালমনিরহাটের ৫ উপজেলার নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা কর্মবিরতি পালন করছেন। এতে করে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা বাড়ির ভেতরে থাকা মিটার না দেখেই নেয়া হচ্ছে ইউনিট রিডিং। আর গ্রাহকদের কাছ থেকে মনগড়া বাড়তি বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন গ্রাহকরা। এমন অবস্থায় দ্রুত বিল বিতরণকারীদের দাবি মেনে নেয়ার অনুরোধ করেন ভুক্তভোগী গ্রাহকরা।

বুধবার (৩১ জানুয়ারি)  সকাল লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নেসকো কার্যালয়ের সামনে ৫ উপজেলা থেকে আসা পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা এই কর্মবিরতিতে অংশ নেন। এতে চাকরি স্থায়ীকরণ না হলে আত্মহত্যার হুমকি দেন তারা। ওই সময় গ্রাহকরা ভুতুড়ে বিলে নিয়ে নেসকো কার্যালয়ে এসে অভিযোগ করেন।

পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারী ইউসুফ আলী (৭০) বলেন, প্রায় ২০ বছরের বেশি থেকে আমি প্রতিটা বাড়িতে গিয়ে বিল বিতরণ করে আসছি।  নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এর আগে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বয়স শেষ হয়ে গেলেও চাকরি স্থায়ীকরণ হয়নি। চাকরি স্থায়ীকরণ না হলে আমি পরিবার নিয়ে কোথায় যাবে । আমার আত্মহত্যা ছাড়া কোন পথ থাকবে না।

পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা জানান,  দীর্ঘ ২০ বছর ধরে অস্থায়ী (পিচরেট) ভিত্তিতে মিটার পাঠক ও বিল বিতরণকারী হিসেবে তারা কর্মরত আছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি। ফলে রাজশাহী ও রংপুর এই দুই বিভাগের ৬শ’ জনের ঊর্ধ্বে পিচরেট কর্মচারী তাদের পরিবার-পরিজন নিয়ে বর্তমানে চরম হতাশার মধ্য দিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই অবিলম্বে তারা তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

জেলা নেসকোর পিচরেট ঐক্য পরিষদের সভাপতি কালী শঙ্কর রায় বলেন, প্রি-প্রেইড সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেম পুরোপুরি চালু হলে আমরা চাকরীচ্যুত হবো। তাই আমাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। নেসকোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এর আগে চাকরি স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেন। কিন্তু আজও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করা হচ্ছে। আমরা এমডির এই প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় বক্তব্য রাখেন, লালমনিরহাট জেলা নেসকোর পিচরেট ঐক্য পরিষদের সভাপতি কালী শঙ্কর রায়, নেসকো অফিসের সভাপতি বাবু জগন্নাথ রায়, পাটগ্রাম নেসকো অফিসের পিচরেট ঐক্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন বাবু, কালীগঞ্জ নেসকো অফিসের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ঢালীসহ ৫ উপজেলার পিচরেট মিটার রিডার ও বিল বিতরণকারীরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com