গত এক যুগের ও বেশী সময় ধরে ফেনী বাসীর অন্যতম প্রধান দাবী ছিল ফেনীতে সরকারি ভাবে একটি মেডিকেল কলেজ স্হাপন। কিন্তু প্রর্যাপ্ত জনবল ও অবকাঠামো গত সংকটের কারণে এখন ও ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্টা সম্ভব হয় নাই।ফলে ফেনী জেলার মানুষের দীর্ঘ দিন ধরে উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে আসছে।জুরুরি কোন চিকিৎসার প্রয়োজন হলে ফেনীর জনগণ চট্টগ্রাম বা ঢাকা মেডিকেলে যেতে হয়,যা সময় ও টাকার অপচয় হয়।এ অবস্থায় চীনের প্রস্তাবিত তিনটি আধুনিক হাসপাতাল থেকে একটি ফেনীতে স্হপন করা হোক।শুধু ফেনী নয়, কুমিল্লা চৌদ্দগ্রাম, মিরশ্বরাই,ছাগল নাইয়া পশুরাম, ফুলগাজী,দাগনভুইয়া, সেনবাগ,চৌমুহনী সহ বিভিন্ন উপজেলা থেকে ফেনী অসংখ্য মানুষ ফেনীতে প্রতিদিন চিকিৎসা নিতে আসে।ফেনীর ডাক্তার ও স্বাস্থ্য কর্মিরা ও পাশাপাশি বাহিরের রোগিদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন। ফেনীর জনগণের দাবী চীনের প্রস্তাবিত তিনটি আধুনিক হাসপাতাল থেকে একটি ফেনীতে করা হোক।পাশাপাশি ফেনী জেলার জনগণের স্বস্হ সেবায় উন্নত চিকিৎসা সেবা নিতে সরকারের শুভকামনা করছি।সাথে আসে পাশের জেলা জনগনের স্বস্হ সেবা পুরনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।