জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজিবের নেতৃত্বে বিক্ষোভ-মিছিলটি জেলা শহরের বড় বাজার হাসান চত্বর থেকে শুরু হয়ে পৌরসভা মোড় হয়ে, কোর্টমোড় হয়ে, পুনরায় বড় বাজার হাসান চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ – মিছিলটি শুরু হওয়ার আগমুহূর্তে হাসান চত্বর মুক্ত মঞ্চে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
বক্তবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসানুজ্জামান সজিব বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না। বিগত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেভাবে দেশ পরিচালনা করেছে, তাতে তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে ব্যার্থ হয়েছে। এখন মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।
নেতাকর্মীরা বক্তব্যে আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলের সকল খুন, গুম, ধর্ষণ, দূর্নীতি, লুটতরাজ সহ সকল অপকর্মের বিচার সহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। অন্যথায় ইতিহাসে বর্তমান সরকারও মীরজাফরের তালিকায় স্থান করবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা -২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী হাসানুজ্জামান সজিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি ও চুয়াডাঙ্গা-১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জহুরুল ইসলাম আজিজী, জেলা সেক্রেটারি তুষার ইমরান সরকার, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মীর শফিউল ইসলাম, ইসলামী ছাত্র
আন্দোলনের জেলা সভাপতি ইব্রাহিম হোসেন প্রমুখ।