গতকাল শনিবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জীবননগ থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস দৈনিক দেশ বুলেটিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। আমি ঘটনাস্থলে এসেছি। পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয় ইউপি সদস্য মো. উসমান আলি দৈনিক দেশ বুলেটিনকে বলেন, তিন চার মাস আগে উপজেলার বালিহুদা থেকে এসে আমাদের হাসাদাহ ইউনিয়নের মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জমি কিনে বাড়ি করে বসবাস শুরু করেন মনিরুল। তিনি কখনো কৃষি কাজ, কখনো কলার ব্যবসা, আবার কখনো দিন মজুরের কাজ করতেন।
তিনি আরও বলেন, হঠাৎ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শুনতে পাই কেউ তার বাড়িতে ঢুকে গলা কেটে হত্যা করে গিয়েছে। তবে কারা এবং কি জন্য এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।