1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ইসলামী ব্যাংকের আউটলেট উদ্বোধন ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীকে নিয়ে চাচাতো ভাই উধাও : থানায় ডায়েরি আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন কয়রা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদকের শাশুড়ির মৃত্যুতে প্রেসক্লাবের শোক খুলনার কয়রায় জামায়াত নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, থানায় জিডি নির্যাতনকারী পুলিশের শাস্তির দাবি করে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেত্রী বরগুনায় সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্ভোধন ডোমারে প্রচন্ড তাপদহে রোপা আমন বপন হুমকির মুখে দুর্নীতির মধ্যে উদ্বোধন হলো চিলাহাটি রেল স্টেশন সুন্দরবনে অবৈধ কাঁকড়া শিকার রোধে অভিযান, ৫টি নৌকা ও ২১০ কেজি কাঁকড়া জব্দ

চুয়াডাঙ্গায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আবদুল্লাহ আল মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে
‎চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মবসৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
‎বিএনপির ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল এ কর্মসূচি পালন করে।
‎জেলা ছাত্রদলের নেতাকর্মীরা সাহিত্য পরিষদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি শহরের কবরী রোড হয়ে শহীদ হাসান চত্বর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
‎বিক্ষোভ মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের জনপ্রিয়তা মেনে নিতে না পেরে একটি চিহ্নিত মহল তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। যারা ষড়যন্ত্রে লিপ্ত, তারা ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তির উত্তরসূরি।
‎তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কোনো উসকানিমূলক বক্তব্য বরদাশত করা হবে না। আবারও এমন ঘটনা ঘটলে চুয়াডাঙ্গা থেকে গণআন্দোলন গড়ে তোলা হবে। তখন কেউ পালানোর সুযোগও পাবে না।
‎বক্তারা বলেন, বিএনপি একটি জনভিত্তিক দল। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাচ্ছি। বিএনপির কোনো নেতাকর্মী যদি দুর্নীতিতে জড়ায়, দল তা কখনো প্রশ্রয় দেবে না।
‎মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহি, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ

আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন

আজ সকালে বরগুনা জেলার আমতলী উপজেলার ঐতিহ্যবাহী চিলা হাসেম বিশ্বাস মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত এডহক কমিটির সঙ্গে এক পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হলেন জনাব ফিরোজ বিশ্বাস। সভায় অত্র এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে নবনির্বাচিত এডহক কমিটির সদস্যরা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সম্পর্ক জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন এবং সকলে মিলে শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও শিক্ষাবান্ধব করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com