যশোরের চৌগাছা রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন পরিচালনা কমিটি। নির্বাচনকে ঘিরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে, সম্ভব্য প্রার্থীরা ভোটারদের মনজয় করতে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
যোগ্য নেতা নির্বাচনে অধির আগ্রহে আছেন সাধারণ ভোটাররা।রিপোর্টার্স ক্লাবের একমাত্র নারী ভোটার সেঁজুতি নুর বলেন,আগামী দুই বৎসরের জন্য আমরা নেতা নির্বাচনে প্রস্তুত, যারা সাংবাদিকদের মানউন্নয়ের পাশাপাশি সংগঠনকে আরও গতিশীল করবেন তারাই নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন। নির্বাচন পরিচালনা কমিটির নেতা কবি শাহিন মাহবুব জানান,
রিপোর্টার্স ক্লাবের নির্বাচন উপলক্ষে কমিশন ইতোমধ্যে সকল প্র¯‘তি শেষ করেছে। স্ব”ছ ব্যালট বাক্সের পাশাপাশি ব্যালট পেপার
ছাপানো হয়েছে। সকাল ১০ টা হতে দুপুর ১২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন চলবে, ৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ
করবেন বলে তিনি জানান।