চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে ভারত।
আজ দুবাইয়ে ৬ উইকেটের জয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালও নিশ্চিত করল ভারত।প্রথম ইনিংসে পাকিস্তান ৪৯.৪ ওভারে ২৪১ রান করে অলআউট হয়। জবাবে ২৪২ রানের টার্গেটে খেলতে নেমে ভারত ৪২.৩ ওভারে ২৪৪ রান করে ম্যাচটি জিতে নেয়। দলের জয়ের সঙ্গে নিজের ৫১তম ওয়ানডে সেঞ্চুরিটা করে ফেলেন কোহলি।দুবাইয়ে আজ শুরু থেকেই কোহলি ছিলেন দারুণ আত্মবিশ্বাসী।শ্রেয়াস আইয়ারের সঙ্গে গড়েছেন ১১৪ রানের দারুণ এক জুটিও। অন্য দিকে টানা দুই ম্যাচ হেরে বিদায়ের শঙ্কায় এখন স্বাগতিক পাকিস্তান।