সেমিফাইনালে খেলতে হলে আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ ভারতের সঙ্গে হেরে নেট রানরেট এ তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ।
সিমন্স জানিয়েছেন, আজ নিউজিল্যান্ডকে চমকে দেওয়ার জন্য ভিন্ন রকম অনেক কিছুই নাকি ভাবছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বলা যায়, কিছুটা বাধ্যও হচ্ছে ভাবতে। কারণ, পরশুর মতো কাল সন্ধ্যায়ও নেটে ব্যাটিং করা মাহমুদউল্লাহ আজ খেলবেন কি না, সেটি কাল অনুশীলনে নামার আগেও নিশ্চিত করে বলতে পারেননি কোচ। রাতে মাহমুদউল্লাহর ফিটনেস টেস্ট হওয়ার কথা। এরপরই বোঝা যাবে তাঁর চোটের প্রকৃত অবস্থা।তিনি আরও বলেন,’আমরা ভিন্ন রকম অনেক কিছুই ভাবছি। প্রথমত, দেখতে হবে মাহমুদউল্লাহ ফিট কি না। এরপরই আমরা ঠিক করব, কীভাবে দলে ভারসাম্য আনা যায়। আজ (গতকাল) রাতে তার ফিটনেস টেস্ট হবে। কাজেই আজকের অনুশীলন শেষ হলে আরও কিছু বিষয় পরিষ্কার হবে। উইকেটসহ অন্যান্য বিষয়ও দেখতে হবে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে অনুশীলনের পর।’ আজ বিকাল ৩টায় বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি মাঠে গড়াবে।