এ বার লড়াই ট্রফির জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ আজ। গ্রুপ পর্বে তারা একে অপরের বিরুদ্ধে খেলেছে। এ বার মুখোমুখি ফাইনালে। আর এই ফাইনালের মাধ্যমেই চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ পর্দা নামছে আজ। দুবাইয়ের সেই ম্যাচ ঘিরে শুরু হয়ে গিয়েছে আলোচনা। সমর্থকেরা যেমন এই ম্যাচ নিয়ে চর্চায়, তেমনই ফাইনালের দিকে নজর রয়েছে ক্রিকেটারদেরও। এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির ৪টি ম্যাচের সব কটিতেই ভারত জিতেছে। অন্যদিকে, নিউজিল্যান্ডও মন্দ খেলেনি। লীগ ম্যাচে একবারই হেরেছে তারা, সেটাও ভারতের কাছে। ফলে স্বাভাবিকভাবেই বদলার মুডে থাকবেন কিউয়িরা। তবে ভারতও সেই মুডেই আছে বলা যেতে পারে। আজ থেকে প্রায় ২৫ বছর আগে, ২০০০ সালে এই একই টুর্নামেন্টের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেবারে ভারত পরাজিত হয়। ট্রফি তোলেন কিউয়িরা। ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেদিনের বদলার ভারই যেন আজ রোহিতদের কাঁধে। আজ দুবাইয়ের মাটিতে ফাইনাল খেলাটি গড়াবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।