ছয় দফা দাবির প্রেক্ষিতে ‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। একই সঙ্গে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা স্লোগান দেন:
‘দেশ গড়ার হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’,
‘কুমিল্লায় হামলা কেন, জবাব চাই, জবাব চাই’,
‘নাটকীয় মিটিংয়ের কারণ কি?’,
‘এসি রুমের বৈঠক আর নয়, পলিটেকনিক এক হও’,
‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’।
এর আগে, বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।