সারাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করার অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় রায়পুর সরকারি কলেজে কলেজ ছাত্রদলের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্র দলের আহবায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আল নোমান রিফাত, যুগ্ন আহবায়ক মেহেদি হাসান আইনান,যুগ্ন আহবায়ক কবির হোসেন,যুগ্ন আহবায়ক মাহিন হোসেন, পৌর ছাত্র দলের আহবায়ক নজরুল ইসলাম নিশাত,সদস্য সচিব সোহাগ হোসেন,এই ছাড়া সোনাপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি আফ্রিদি হাসান, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী সাইমুন,চরমোহনা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ফাহিম ভুঁইয়া, ১০ নং রায়পুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি শিহাব হোসেন, কেরোয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাদ্দাম হোসেন মারুফ সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হৃদয়,চর আবাবিল ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সুজন মিজি, চরপাতা ইউনিয়ন ছাত্রদল নেতা রিয়াদ হোসেন,এবং রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদে পদ প্রত্যাশি জোবায়েরুল ইসলাম ও মো:রাতুল সাধারণ সম্পাদক পদ প্রত্যাশি মাহফুজ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আলী সরকার বলেন, গত ১৫ বছরে ছাত্রদল সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। স্বৈরাচারী হাসিনার পতন ঘটাতে গিয়ে ৪৪৬ জন ছাত্রদলের নেতাকর্মী শহীদ হয়েছেন। অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন, যা অন্য কোনো ছাত্র সংগঠনে হয়নি। আর নিষিদ্ধ ছাত্রলীগের প্রেতাত্মা গুপ্ত সংগঠনের সদস্যরা এখন ছাত্রদলকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ ফ্যাসিস্টরা দেশের শিক্ষাঙ্গণের পরিবেশ ধ্বংস করেছিলো। এখনও ষড়যন্ত্র চলছে। তবে তারা সফল হবে না। শহীদ জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের সৈনিক এসব ভয় পায় না। তাই সবাই কে ছাত্র দলের পতাকায় আশার আহবান জানান।