1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল মহানগর ১৫ নং ওয়ার্ড বিএনপি নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচি ২০২৫ ইং উদ্বোধন রংপুর বিভাগের জামায়াতের প্রার্থী ঘোষনা নেছারাবাদ স্বরূপকাঠিতে কুকুরের সংখ্যা বৃদ্ধি: জনজীবনে উদ্বেগ যশোরের বাঘারপাড়ার মেয়ে ইশরার সাফল্য: টরন্টো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ নওগাঁর নিয়ামতপুরে এনসিপির নেতার জমি দখলের অভিযোগ নওগাঁতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবীতে অবস্থান রায়পুর সরকারি কলেজে ছাত্রদলের স্মারকলিপি প্রদান, শিক্ষার পরিবেশ ও অবকাঠামো উন্নয়নের ৮ দফা দাবি বরিশালে সেতুর রেলিং ভেঙ্গে খালে যাত্রীবাহী বাস টাঙ্গাইল বাঘিল বাস-সিএনজি’ সং*ঘ*’র্ষে মা-ছেলেসহ নি*’হ*’ত তিন

জমি নিয়ে বিরোধ চরমে ঘটতে পারে সংঘাত

মেহেদী হাসান রাসেল
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের রানীর হাট বরকন্দাজ বাড়ির বাদী -মোঃ হুমায়ুন কবির, মোঃ সেলিম ও সালেহা বেগম কে বিবাদী করে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত,সদর কোর্টে স্থিতিবস্থা বজায় রাখার নিমিত্তে ১৪৪/১৪৫ ধারায়  ৫/৫/২০২৫ ইং তারিখে মামলা দায়ের করেন। আদালত শুনানি শেষে ১৪৪/১৪৫ ধারায় নালিশি সম্পত্তিতে স্থিতিবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। উক্ত বিষয়টি যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ওসি সদর,লক্ষ্মীপুর কে নির্দেশ দিলে ওসি মোঃ আব্দুল মোন্নাফ এসআই মোস্তফা কামাল কে সরজমিনে পাঠিয়ে সকল কার্যক্রম স্থগিত করে উভয় পক্ষকে স্থিতিবস্থা বজায় রাখার কথা বলেন।
জানা যায় মোঃ হুমায়ুন কবির এবং মোঃ সেলিম ও সালেহা বেগম পাশাপাশি বাড়ির লোক হয়। অভিযোগ কারির পিতা মামলার ১ নং স্বাক্ষী মোঃ মহসিন বিগত ৫/১/১৯৮৭ ইং তারিখে ২২৪ নং হেবা দলিল মূলে মোঃ ইব্রাহিম গং এর নিকট থেকে ৩৫ ডিং ভূমী খরিদ সূত্রে মালিক ও দখলদার হন। কিন্তু  মোঃ মহসিনের নামে ৩৫ ডিং সম্পত্তির স্থলে ২৭ ডিং ভূমী রেকর্ড হয়। মোঃ হুমায়ুন কবিরের পিতা মোঃ মহসিনের মালিকিয় সম্পত্তির সীমানা লঙ্ঘন করিয়া ২ডিং সম্পত্তি মোঃ সেলিম ও সালেহা বেগম জোর করিয়া দখল করার হুমকিধামকি দিলে মামলার বাদী হুমায়ুন কবির আদালতের সরনাপন্ন হন।
আরো জানাযায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সদর কোর্টে ২২/৫/২০২৫ ইং মামলার বিবাদীগণ আইনজীবীর মাধ্যমে  নালিশী ভূমী নিয়ে দেওয়ানী ৫৬৪/২১ নং মামলা চলমান থাকায় স্থিতিবস্থার আদেশ  প্রত্যাহার সহ মামলা খারিজের প্রার্থনা করলে আদালত এসিল্যান্ডের তদন্ত প্রতিবেদন পাওয়া যায় নাই মর্মে স্থিতিবস্থার আদেশ প্রত্যাহার করেন। উচ্চআদালতে কোন স্থিতিবস্থা নাকলেও কিভাবে মাত্র ১৭ দিনের মাথায় একই আদালত স্থিতিবস্থা প্রত্যাহার করেন ?  এনিয়ে জনমনে প্রশ্ন উঠেছে কেন তদন্ত প্রতিবেদন না আসতেই বিজ্ঞ আদালত স্থিতিবস্থা প্রত্যাহার করলেন ?  যার কারনে বিবাদীগণ পুরোদমে ইমারত উত্তোলন নিয়ে ব্যাস্ত সময় পার করছেন। এলাকায় এনিয়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এই বিষয়ে মামলার বিবাদী মো: সেলিমের নিকট জানতে চাইলে তিনি বলেন উচ্চাআদালতে মামলা চলমান থাকায় বিজ্ঞ আদালত স্থিতিবস্থা প্রত্যাহার করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com