জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গতনশহর বাইপাস সড়কে গরুভর্তি ভুটভুটি ও ডিমবোঝাই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ বেশ কয়েকটি গরু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাদসা থেকে ছেড়ে আসা গরু বোঝাই ভুটভুটি এবং পাঁচবিবি থেকে ছেড়ে যাওয়া ডিম বোঝাই ইজিবাইক গতনশহর মোড় থেকে প্রায় ৫০০ গজ দূরে বাইপাস সড়কে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভুটভুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায় এবং এতে বেশ কয়েকটি গরু গুরুতর জখম হয়।
দুর্ঘটনায় ভুটভুটি চালক গুরুতর আহত হলে তাকে দ্রুত জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে ইজিবাইক চালকও গুরুতর জখম হয়ে একই হাসপাতালে ভর্তি হন।
শেষ খবর পাওয়া পর্যন্ত আহত দুই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।