জয়পুরহাট জেলায় সকাল থেকে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশার চাদরে ঢাঁকা জেলায় কনকনে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আগের দিনগুলো স্বাভাবিক থাকলেও বুধবার সকাল থেকেই ঘন কুয়াশা।
দুপুর পর সূর্যের দেখা মিললেও তেমন তেজ থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে হিমশীতল বাতাসে বেড়েছে শীতের দাপট। এতে চরম বেকায়দায় পড়েছেন শ্রমজীবী মানুষেরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, অল্প আয়ের মানুষরা গরম কাপড়ের জন্য ভিড় করছে জয়পুরহাট রেলওয়ে হকার্স মার্কেটে। অন্যদিকে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। তাই চিকিৎসকদের পরামর্শ এ সময় শিশু ও বৃদ্ধদের সাবধানে রাখতে।
বুধবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ১৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।