উপকূলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবনধারণের অন্যতম মৌলিক অধিকার ‘পানি অধিকার’ নিশ্চিতকরণের দাবিতে উত্তাল হলো খুলনার কয়রা উপজেলা। পানি, স্যানিটেশন ও জলবায়ু-সংক্রান্ত বহুমুখী চ্যালেঞ্জগুলো সরাসরি জনসমক্ষে তুলে ধরা এবং নাগরিক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি সংলাপ স্থাপনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিআরডিবি হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ এর ‘এসিসিইএসএস’ প্রকল্পের উদ্যোগে এবং হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ-এর সহযোগিতায় এই শুনানির আয়োজন করা হয়। এর মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের দাবি ও মতামতকে ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাজেট প্রণয়নে অন্তর্ভুক্ত করা। উপকূলবাসীর মৌলিক চাহিদা, জলবায়ু চ্যালেঞ্জ এবং বাজেটে অন্তর্ভুক্তিকরণের লক্ষ্যে এই গণশুনানিকে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।
উপজেলা বাজেট মনিটরিং কমিটির সভাপতি মোল্যা মনিরুজ্জামান মনির-এর সভাপতিত্বে এবং ডরপ-এর কো-অর্ডিনেটর মো. শরিফুল আলম তুহিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই শুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. ইসতিয়াক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমা এবং কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী। গণশুনানিতে সাধারণ জনগণ, বিশেষ করে নারী ও স্থানীয় প্রতিনিধিরা, পানি ও স্যানিটেশন সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানাই।