গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিথী আক্তার জাতীয় পর্যায়ে অভাবনীয় কৃতিত্ব অর্জন করেছে। ২০২৫ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক (ন্যাশনাল প্রাইমারি এডুকেশন অ্যাওয়ার্ড) প্রতিযোগিতায় ‘দীর্ঘ লাফ’ (Long Jump) ইভেন্টে সে প্রথম স্থান অর্জন করে সারা দেশের মধ্যে নিজের অবস্থান করে নিয়েছে।
এই গৌরবজনক অর্জনের মধ্য দিয়ে বিথী শুধু তার স্কুল বা এলাকা নয়, পুরো গাজীপুর জেলার মুখ উজ্জ্বল করেছে। তার এই কৃতিত্ব প্রমাণ করে, প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান শিশুরাও সঠিক দিকনির্দেশনা ও প্রচেষ্টা পেলে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।
বিথীর শিক্ষকরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই সে পড়াশোনা ও সহ-পাঠ কার্যক্রমে অত্যন্ত মনোযোগী এবং দক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ বিথীর সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
বিথীর বাবা-মাও মেয়ের এই অর্জনে আনন্দে অভিভূত। তাঁরা জানিয়েছেন, বিথী ছোটবেলা থেকেই দৌড়ঝাঁপ ও খেলাধুলায় খুব উৎসাহী ছিল। নিয়মিত অনুশীলন এবং বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় সে আজ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে।
এই প্রতিযোগিতার জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে বিথী যখন জাতীয় পর্যায়ে প্রথম হলো, তখন পুরো এলাকা যেন এক আনন্দ উৎসবে মেতে উঠেছিল। বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ র্যালি, সংবর্ধনা ও মিষ্টি বিতরণের মাধ্যমে বিথীর এই অর্জন উদযাপন করা হয়।
বিথীর এই অসাধারণ সাফল্যে গাজীপুরবাসী গর্বিত। অনেকেই সামাজিক মাধ্যমে বিথীকে শুভেচ্ছা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা প্রকাশ করেছেন।
আমরাও বিথীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য অফুরন্ত দোয়া ও ভালোবাসা জানাই।