‘তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো কুড়িগ্রামেও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে রবিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং ক্রীড়া মনোবল বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি ও অপারেশন অফিসার মোজাফফর হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো: আকরাম হোসেন, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো: নিজাম উদ্দিন,
কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ক্রীড়া সাংবাদিক আশরাফুল হক রুবেল, আরটিভি-বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি খন্দকার একরামুল হক সম্রাট, ক্রীড়া সংগঠক জালাল হোসেন লাইজু।
বক্তরা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।
দিবসটি উপলক্ষে জেলাবাসীকে ক্রীড়াচর্চার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।