অন-ক্যাম্পাস শিক্ষার্থীরা ভিসি বরাবর স্মারকলিপি দেয় ২ টা দাবি নিয়ে। সেই দাবি যখন আদায় না হয় তার প্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্লাস-পরিক্ষা বর্জন করে।দাবিগুলো হলোঃ ১।মন্ত্রনালয়ের চিঠি প্রত্যাহার। ২।৩য় ব্যাচসহ পরবর্তীতে সকল ব্যাচের এডমিশন নিশ্চিত করা।শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে।যদি এই দাবি মেনে নেয়া না হয় তাহলে শিক্ষার্থীরা ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন কর্মসূচি নিতে বাধ্য হবে। পৃথিবীর ২য় বৃহৎ বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়, যেখানে ৩৫ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার সুদীর্ঘ ৩২ বছর পর চালু হয় অন-ক্যাম্পাস অনার্স প্রোগ্রাম। তারপর থেকে এই প্রোগ্রামকে বন্ধ করার জন্য নানা মহলে বিভিন্ন প্রকারের চেষ্টা অব্যাহত আছে। আসলে এই প্রোগ্রাম বন্ধ হলে তাদের সুবিধাটা কি সেটা আজ সকলের জানবার বিষয়। কেন আজ তারা শিক্ষার মতো একটা মৌলিক অধিকারকে খর্ব করতে চায়। আমরা আশাবাদী খুব শিগ্রহী শিক্ষার্থীদের যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় মেনে নিবে। ৩৬ জুলায়ের পর আমরা ভেবেছিলাম এমন দিন দেখতে হবে না, তারপরও কেন কার সুবিধার্থে শিক্ষার্থীদের এই ন্যায্য দাবি বিশ্ববিদ্যালয় মেনে নিতে অনিহা প্রকাশ করছে। যেখানে বিশ্ববিদ্যালয় থাকবে কিন্তু শিক্ষার্থী থাকবে না এটাতো কোন বিশ্ববিদ্যালয় হতে পারে না।
শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ।