অভিযানের প্রেক্ষাপট:
গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায় (রামভদ্রা গ্রাম) রাতের আঁধারে অ’শ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল মর্মে সংবাদ পেয়ে স্থানীয় পুলিশ ও সেনাবাহিনীর দেওয়ানগঞ্জ এর আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে ০২ এপ্রিল দিবাগত রাত ১২:৩০ থেকে ৬:০০ টা পর্যন্ত অ’পারেশন চালানো হয়।
সাফল্যের পরিসংখ্যান
৪১ জন আটক (০৩ নারী, ৩৮ পুরুষ)।
উদ্ধার:
মোটরসাইকেল =২১ টি।
মোবাইল অ্যান্ড্রয়েড =২৪ টি।
বাটন মোবাইল =০৮ টি।
মোটরসাইকেলের চাবি =৩ টা।
নগদ টাকা= ১৫৩০ টাকা।
সানগ্লাস কালো=০১ টি।
জুয়া ও নৃত্যের সরঞ্জাম।
দেশীয় অ’স্ত্রশ’স্ত্র।
আইনি পদক্ষেপ:
জুয়া ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আসামিদের গ্রেফতারপূর্বক পৃথক দুটি মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের বক্তব্য:
গোপন তথ্যের ভিত্তিতে ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের একটি প্রত্যন্ত এলাকায় (রামভদ্রা গ্রাম) রাতের আঁধারে অ’শ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল মর্মে খবর পেয়ে জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার জামালপুর এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ( অতিরিক্ত দায়িত্বে ক্রাইম এ্যন্ড অপস)- এর দিক নির্দেশনায় মোঃ সাইফুল্লাহ সাইফ, আফিসার ইনচার্জ, ইসলামপুর এর নেতৃত্বে দেওয়ানগঞ্জের আর্মি ক্যাম্পের সেনাবাহিনী ও সঙ্গীয় এস আই আমিনুল ইসলাম , এসাই আব্দুল হাই, এসআই দীপক চন্দ্র পাল, এসআই কমল সরকার, এস আই হাবিবুর রহমান, এসআই এমদাদ ও এ এস আই জাহাঙ্গীর, এএস আই অমিত্য এর সমন্বিত যৌথ বাহিনীর চৌকশ আভিযানিক দল ০২ এপ্রিল দিবাগত রাত ১২:৩০ থেকে ৬:০০ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বর্নিত আসামীদেরকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করে। এ ধরনের অনৈতিক কার্যকলাপ সমাজের নৈতিক ভিত্তি নষ্ট করে। পুলিশ জানায় আমরা স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখব।