চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযান চলাকালীন ০১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ রফিকুল ইসলাম (৫০)নামের ০১ ব্যাক্তি আটক।সোমবার সন্ধ্যায় জিবননগর উপজেলার দেহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক রফিকুল ইসলাম দেহাটি গ্রামের দোসিমানা পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে।গত ১২/০৫/২৫ ইং সোমবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তি থেকে জানা যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার দেহাটি গ্রামের দোসিমানা পাড়ায় অভিযান চালিয়ে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ আসামি রফিকুল ইসলামকে তার বসতবাড়ি উপর থেকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান বাদী হয়ে আটক রফিকুল ইসলাম এর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করেন।