জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে বরিশালের বিএম কলেজে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে বরিশালের সরকারি বিএম কলেজে এক স্মরণসভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মঞ্জুর মোরশেদ। সভার সভাপতিত্ব করেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ তাজুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতেই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত অতিথি ও ছাত্রনেতারা তাঁদের স্মৃতিচারণ করেন এবং শহীদদের ত্যাগের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার ভিত্তি স্থাপন করেছে। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই।”বিএম কলেজের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দও সভায় বক্তব্য রাখেন। ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবর খালেদ বলেন, “আমাদের দায়িত্ব হলো শহীদদের আদর্শ অনুসরণ করা এবং তাঁদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা।”অনুষ্ঠানের শেষে দুআ মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের একজন শিক্ষক।এই স্মরণসভায় বিএম কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শহীদ দিবসের এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।বরিশালের এই ঐতিহ্যবাহী কলেজে শহীদ দিবস পালনের এই উদ্যোগকে সবাই প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন আরও অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।ট্যাগস: শিক্ষা, বরিশাল, শহীদ দিবস, বিএম কলেজ, ছাত্র রাজনীতি