চট্টগ্রাম মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা বাজারে ২৬/৭/২০২৫ইং বিকালে জোরারগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ( ওসি) এম আবদুল হালিম এর নির্দেশক্রমে মাদকবিরোধী অভিযান কার্যক্রম চলাকালীন সময়ে এসআই ( নিঃ) লিটন চন্দ্রনাথ সঙ্গীয় ফোর্স” সহ মাদক উদ্ধার অভিযান ডিউটি করা কালে,বারইয়ারহাট পূর্ব হিঙ্গুলি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পূর্ব পাশে অলংকার রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর হতে আসামি কাইয়ুম এর হেফাজত হইতে দুটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে ( বার)12 টি ভদকা ও( ৪) চার টি হুইস্কি মোট ১৬ (ষোলটি) বিদেশি কাঁচের মদের বোতল ভর্তি ওজন ১২ লিটার বিদেশী মদ উদ্ধার করা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে তার নামঃ আবদুল কাইয়ুম (২৬) পিতা মৃতঃ হাফেজ আহমেদ,মাতাঃ হলিমা বেগম,গ্রামঃ চম্পকনগর সওদাগর বাড়ি,৬ নং ওয়ার্ড ৯ নং শুভপুর ইউপি, থানা ছাগলনাইয়া জেলা ফেনী বলিয়া জানায়, আসামির বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে, এই বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিমের সাথে কথা বল্লে তিনি বলেন এই জোরারগঞ্জ থানায় আমি যতদিন দায়িত্বে থাকবো ততদিন মাদক বিরোধী অভিযান চলমান থাকবে, মাদক বিক্রেতা সে যেই হোক না কেন সে এই সমাজের শত্রু এই দেশের শত্রু,আমি এই জোরারগঞ্জ থানা এরিয়াতে মাদক মুক্ত একটি সমাজ উপহার দিতে চাই, তার জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, এবং আমার এই জোরারগঞ্জ থানা থেকে মাদকবিরোধী অভিযান চলছে এবং চলমান থাকবে ইনশাল্লাহ।