জয়পুরহাটে ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা গামী ৩ টি পরিবহনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে শহরের ঢাকাগামী পরিবহনের কাউন্টারগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রউফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ঢাকাগামী রকি পরিবহনকে ৫ হাজার টাকা, আহাদ পরিবহনকে ৫ হাজার টাকা, শাহ ফতেহ আলী পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।