জয়পুরহাটে বিদ্যুৎ বিভাগ নেসকোর গাফিলতির কারণে প্রি-পেইড মিটারে রিচার্জ না হওয়ায় ও সকাল থেকে অনেকের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় নেসকো বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে প্রায় দুইশো গ্রাহক। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত খনজনপুর এলাকার নেসকো অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ভুক্তভোগি গ্রাহকরা জানান, ঈদের কয়েকদিন আগে থেকে প্রি-পেইড মিটারে টাকা রিচার্জ করেছেন তারা। কিন্তু সেই টাকা যোগ হয়নি। পরে গ্রাহকরা নেসকো অফিসে আসলে কর্তৃপক্ষ বিষয়টি সমাধান না করে ৬ এপ্রিল টোকেন নিয়ে আবারও অফিসে আসতে বলেন। এ অবস্থায় ৬ এপ্রিল সকাল থেকেই অনেক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে তারা নেসকো অফিসে আসলে হট্টগোলের সৃষ্টি হয়। এসময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এরপর দ্রæত সমস্যা সমাধানের আশ্বাস দেন কর্তৃপক্ষ।