পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পল্টন থানার করা মামলায় যুবদলের সভাপতি সুলতাল সালাহ উদ্দিন টুকু সহ ২৫ জনের দুই বছরের সাজা দিয়েছেন আদালত।সোমবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বিরুদ্ধে মামলায় আদালত কর্তৃক রায়ের প্রতিবাদে টাঙ্গাইল জেলা যুবদল আহবানে বুধবার ২২/১১/২০২৩ ইং তারিখের টাঙ্গাইল জেলায় সকাল সন্ধ্যা সর্বত্র শান্তিপূর্ণ হরতাল এর ডাক দেন ।গত মঙ্গলবার হরতালের ঘোষনার পর পরি গোপালপুরে সুলতান সালাউদ্দীন টুকু নিজ ইউনিয়নের বিভিন্ন স্থানে হরতাল সমর্থনে জোটিকা মিছিল করেন।
২১/১১/২০২৩ রোজ মঙ্গলবার টাঙ্গাইল জেলা যুবদল প্রেস বিজ্ঞপ্তিে জানানঃ যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে হরতাল মিথ্যা ও সাজানো মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ নেতৃবৃন্দের নামে ফরমায়েশি রায়ের প্রতিবাদে আগামীকাল ২২/১১/২০২৩ বুধবার সকাল সন্ধ্যা হরতাল।
টাঙ্গাইল জেলা যুবদলের পক্ষ থেকে এই রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অনতি বিলম্বে এই রায় বাতিলের দাবি জানাচ্ছি।টাঙ্গাইল জেলার সকল কে সর্বত্র এই শান্তিপূর্ন হরতাল পালনের জন্য আহবান জানাচ্ছি এবং জেলার প্রতিটি ইউনিট কে হরতাল পালনের নির্দেশ প্রদান করা হলো।খন্দকার রাশেদুল আলম রাশেদ আহবায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখা।খন্দকার তৌহিদুল ইসলাম বাবু সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখা।