১। ২২ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৭২০ ঘটিকায় হোয়াইক্যং চেকপোস্টের একটি টহলদল হোয়াইক্যং হতে কুতুপালংগামী একটি সিএনজি চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত সিএনজিটি তল্লাশীকালীন চালকের আচরণ সন্দেহজনক হওয়ায় চকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চালকের স্বীকারোক্তিতে চালকের সীটের নীচে এবং সীটের পার্শ্বে বক্সের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও অবৈধভাবে মাদকদ্রব্য বহণের দায়ে বর্ণিত সিএনজিটিও আটক করা হয়। *ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ(১) মোহাম্মদ সালাম (২৩), পিতা-আব্দুস সোবহান, গ্রাম-দমদমিয়া, পোস্ট-রঙ্গীখালী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।২। উল্লেখ্য, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট এবং সিএনজিসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন
*মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, পিএসসি*ভারপ্রাপ্ত অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)