বরগুনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ট্রলি ব্যাগে থাকা ৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। গাঁজাগুলো এমনভাবে ব্যাগে রাখা ছিল যে বাইরে থেকে দেখলে মনে হয় নতুন বউ বেড়াতে যাচ্ছেন।
রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ডিকেপি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সজল (৩৩) ও তার স্ত্রী আসমা আক্তার (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিকেপি রোড এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সন্দেহভাজন দম্পতির সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি ট্রলি ব্যাগ, দুইটি মোবাইল ফোন, ওজন মাপার একটি মিটার এবং ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ দম্পতি শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. ইকরাম হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া সজল একাধিক মাদক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।