1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

Md Jamil Hasan
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্নাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত ৮টার দিকে রাণীশংকৈল উপজেলার চৌরাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শাহরিয়ার আযম মুন্না উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সবশেষ কেন্দ্রীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ক্রীড়া উপ-কমিটির সদস্যের দায়িত্বে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৫ ফেব্রুয়ারি বিস্ফোরক দ্রব্য আইনে রানীশংকৈল থানার মামলা হয়। এ মামলায় অন্য আসামিদের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্নাকেও আসামি করা হয়। এরআগে, বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও পলাতক ছিলেন সাবেক শাহরিয়ার আযম মুন্না।
গোপন সংবাদের ভিত্তিতে তার উপস্থিতি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে রাণীশংকৈল উপজেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. আরশেদুল হক জানান, রাতে রাণীশংকৈল উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আজম মুন্নাকে গ্রেফতার করা হয়েছে। সরকার পতনের পর গত ফেব্রুয়ারি মাসে আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে গোপনে লিফলেট বিতরণের চেষ্টা করে। তার বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলাও হয়। সেই মামলায়  তাকে গ্রেফতার দেখানো হয়েছে। দ্রুতই তাকে আদালতে তোলা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com