1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মিঠাপুকুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান বিএনপিপন্থী শিক্ষকের পদত্যাগ” সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে পবিপ্রবি প্রশাসন 2026 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সিইসি,এ এম এম নাসির উদ্দীন সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন গাজীপুরের প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মম ভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে শ্রীপুর প্রেসক্লাবের মানববন্ধন শিবগঞ্জে স্বামীকে বেঁ’ধে রেখে স্ত্রীকে গণ’ধ’র্ষ’ণ গ্রে’প্তার ২ লোকায়ন যাদুঘর চারা গাছ রোপণ সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পীরগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশ: ফেব্রুয়ারির নির্বাচনই হবে প্রথম বড় পরীক্ষা ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলা, অপহরণের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের ওপর হামলা, অপহরণের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

ননী গোপাল
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় একাধিকবার সংঘবদ্ধ হামলা, প্রাণনাশের হুমকি, অপহরণের চেষ্টা এবং চাঁদাবাজির শিকার হওয়ার অভিযোগ তুলেছেন সাংবাদিকসহ কয়েকজন স্থানীয় ভুক্তভোগী। এ ঘটনায় একাধিক মামলা ও সাধারণ ডায়েরি হলেও, প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন তারা।
শনিবার (৯ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিক মো. মাসুদ রানা ও মো. আব্দুল হালিম লিখিত বক্তব্যে জানান, কোনো অপরাধে জড়িত না থাকলেও তারা বারবার শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির মুখে পড়ছেন। এতে তাদের ব্যক্তিগত নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও স্বাভাবিক জীবনযাপন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ২৮ ডিসেম্বরের একটি ঘটনার পর অভিযুক্ত মো. মাসুদ রানা ওরফে নিশান ২০২৫ সালের ১ জানুয়ারি লিখিতভাবে প্রতিশ্রুতি দেন যে, তিনি আর চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন বা মাদক দিয়ে ফাঁসানোর মতো কর্মকাণ্ডে জড়াবেন না। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে পুনরায় একই ধরণের অপরাধে লিপ্ত হন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা জানান, গত ৩ জুলাই বিকেলে একটি সংঘবদ্ধ দল তাদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুতর আহত করে এবং হত্যার চেষ্টা করে। এ ঘটনায় রাণীশংকৈল থানায় জি আর মামলা নং ১১৭/২৫ দায়ের করা হয়। এছাড়া ১০ জুলাই সাংবাদিক মো. মাসুদ রানা নিজের প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরি (নং ৪৬১) করেন। একইসাথে ৯ জুলাই চাঁদা দাবি ও সশস্ত্র হামলার ঘটনায় সি আর মামলা নং ২৫৭/২৫ দায়ের হয়।
অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন ব্যক্তি ও অজ্ঞাত দুর্বৃত্তরা সোশ্যাল মিডিয়া ও মোবাইল ফোনে নিয়মিত হত্যার হুমকি দিচ্ছে। এমনকি ৫০ লাখ টাকা চাঁদা না দিলে এক সাংবাদিকের ৬ বছরের সন্তানকে অপহরণ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযুক্ত  ১। মো. আশরাফুল, (৫০)  ২। মো. খায়রুল (৪৫)
 ৩। মো. আব্দুল্লাহ (২৬)   ৪। মো. মাসুদ রানা ওরফে নিশান (৩০)  ৫। মো. ওমর ফারুক  (২৮)   ৬। মো. জুয়েল (২৬)   দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি, পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, হয়রানিমূলক মামলা প্রতিরোধ এবং সংঘবদ্ধ অপরাধচক্রকে স্থায়ীভাবে আইনের আওতায় আনার দাবি জানান।
তাদের অভিযোগ, সাংবাদিকরা দুর্নীতি ও অপরাধের মুখোশ উন্মোচন করলে দুর্বৃত্তরা তা সহ্য করতে পারে না এবং বিভিন্ন উপায়ে তাদের চুপ করানোর চেষ্টা করে। তারা বিশ্বাস করেন সচেতন নাগরিক সমাজ ও গণমাধ্যম পাশে থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com