হত্যা, অস্ত্র, মাদক, অপহরণসহ ডজন খানেক মামলার চাঞ্চল্যকর পলাতক আসামি মোস্তাক আহমদ ইয়াবা মোস্তাক’কে কক্সবাজারের উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকা গ্রেফতার করেছে র্যাব-১৫
র্যাবের ক্রমাগত অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কক্সবাজারের উখিয়া থানাধীন মরিচ্যা বাজার এলাকায় হত্যা, অস্ত্র, মাদক, অপহরণসহ ডজন খানেক মামলার চাঞ্চল্যকর পলাতক আসামী মোস্তাক আহমদ প্রঃ ইয়াবা মোস্তাক অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৯ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যায় র্যাব-১৫ এর সদর ব্যটালিয়নের একটি চৌকস অভিযানিক দল বর্ণিত স্থানে পলাতক আসামী মোস্তাক আহমদ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীর পরিচয়-
মোস্তাক আহমদ @ ইয়াবা মোস্তাক (৪২), পিতা-মৃত আশরাফ মিয়া, গ্রাম-পূর্ব গোয়ালিয়া পালং, ৭নং ওয়ার্ড, খুনিয়াপালং ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।